এ ঘটনায় কাশিয়ানী থানায় দায়ের করা মামলায় এক ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 27 Jan 2023, 03:12 PM
গোপালগঞ্জে জমির বিরোধে ‘দুই ভাতিজার পিটুনিতে’ আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গোপালগঞ্জের (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, শুক্রবার সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমান সিদ্দিকী মারা যান।
৬৫ বছর বয়সী এ বৃদ্ধ ২৩ জানুয়ারি কাশিয়ানীর কলসি ফুকরা গ্রামে ভাতিজাদের মারধরের শিকার হন বলে জানা গেছে।
নিহতের বড় ভাইয়ের ছেলে এখলাচুর রহমান সিদ্দিকী বলেন, জমি-জমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ধরে গত ২৩ জানুয়ারি ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে সাইদুরের ঝগড়া হয়। এক পর্যায়ে ছোট ভাইয়ের দুই ছেলে আনিস সিদ্দিকী ও মফিজ সিদ্দিকী সাইদুরকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
ওই রাতেই তাকে গোপালগঞ্জ আড়াইশ বেড হাসপাতালে আনা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে সাইদুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানকার চিকিৎসকরা তার বেঁচে থাকার আশা ছেড়ে দিলে তাকে আবার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান এখলাচুর।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গত ২৩ জানুয়ারি এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা হয়। মামলার পর মফিজ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।