“যে স্থানে আকাশের মরদেহ পাওয়া যায় তা থেকে পাঁচ কিলোমিটার দূরেই তার বাড়ি।”
Published : 27 Nov 2024, 01:25 PM
ময়মনসিংহ সদরে রাস্তার পাশের ধানক্ষেত থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সড়কে পড়ে থাকা রক্তের সন্ধান করতে গিয়ে তার লাশ খুঁজে পান স্থানীয়রা।
পুলিশের ধারণা ইজিবাইক ছিনতাইয়ের জন্য তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় পাকা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান।
নিহত মো. আকাশ মিয়া (২৩) উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে। গত একবছর ধরে তিনি ইজিবাইক চালাতেন।
স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাতে ওসি সফিকুল বলেন, মঙ্গলবার বিকালে নিজের ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন আকাশ মিয়া। পরে রাত সাড়ে ৮টার পর থেকে তার মোবাইল বন্ধ পাচ্ছিল পরিবারের লোকজন।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় পাকা রাস্তায় রক্ত দেখতে পান স্থানীয়রা। এর খোঁজ নিতে গিয়ে পাশের ধানক্ষেতে তরুণের রক্তাক্ত মরদেহটি দেখতে পান তারা।
পরে খবর দেওয়া হলে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
ওসি আরও বলেন, সেখান থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। তবে মেলেনি আকাশ মিয়ার ইজিবাইক। ইজিবাইক ছিনতাইয়ের জন্যই ছুরিকাঘাতে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
“যে স্থানে আকাশের মরদেহ পাওয়া যায় তা থেকে পাঁচ কিলোমিটার দূরেই তার বাড়ি। লাশ পাওয়ার খবরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।”
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।