৪ অগাস্ট ঈশ্বরদী পৌর কাচারীপাড়াসহ কয়েকটি জায়গায় সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে।
Published : 17 Aug 2024, 02:04 AM
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর গুলি ও বোমা বর্ষণের অভিযোগে সংসদ সদস্য ও পৌর মেয়রকে আসামি করে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেছেন বলে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান।
তিনি বলেন, মামলায় পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, ঈশ্বরদীর পৌর মেয়র ইছাহক মালিথাসহ ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্যের ভাই উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত একদফা কর্মসূচিতে যোগদানকালে দাশুড়িয়া, সলিমপুর, সাহাপুর, পাকশীসহ উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়।
পরে ঈশ্বরদী পৌর কাচারীপাড়াসহ কয়েকটি জায়গায় সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে। এতে কেউ নিহত না হলেও চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিদর্শক মনিরুল ইসলাম।