“আমরার নাতনি পরীক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় যায়। তারপর আর বাড়ি ফেরেনি।”
Published : 14 Oct 2024, 05:19 PM
মানিকগঞ্জ সদর উপজেলায় একটি ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার দিঘী ইউনিয়নের খরসতাই গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান।
মৃতরা হলো-খরসতাই গ্রামের রফিক মিয়ার মেয়ে সিনহা আক্তার (৮) এবং বাবু গাজীর মেয়ে আনহা আক্তার (৭)।
তারা স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
মৃত আনহার দাদা আবদুল হালিম বলেন, “আমরার নাতনি পরীক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় যায়। কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি। পরে স্থানীয়রা জানায় যে, সে শাপলা তুলতে গিয়ে ডোবায় পড়ে গেছে। নাতনি বাড়িতে ঠিকই আসলো কিন্তু জীবিত না, লাশ হয়ে।”
কয়রা গ্রামের বাসিন্দা মো. লিটন খান বলেন, “কয়েকজন শিশু মিলে কয়রা চকে শাপলা ফুল তুলতে গেছিল। তার পাশেই একটি ডোবা আছে। শুষ্ক মৌসুমে সেখানে ভেকু দিয়ে মাটি কেটেছিল। ফুল তুলে ফেরার সময় হয়তো পাশের ডোবায় শিশু দুটি পড়ে যায়।”
ওসি আমান উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের মাধ্যমর জানতে পেরেছি, শিশু দুজনকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।