“তার মৃত্যুর বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে সরকার মিয়ানমার দূতাবাসের সঙ্গে যোগযোগ করে।”
Published : 05 Sep 2024, 09:39 PM
যুদ্ধ থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপির এক সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, ৩ অগাস্ট রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিজিপি সদস্য ক্যাউ নন্দার মৃত্যু হয়।
ক্যাউ নন্দা (৩০) মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ল্যান্স করপোরাল পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত মিয়ানমার দূতাবাসের প্রতিনিধি এবং বিজিবির সংশ্লিষ্টদের উপস্থিতিতে রামুর মহাবিহার শ্মশানে তাকে সৎকার করা হয়।
আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, “মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। এর জেরে বিভিন্ন সময় সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ১২৪ বিজিপি সদস্য। এর মধ্যে টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে আশ্রয় নেওয়া ক্যাউ নন্দা গত ২৮ জুলাই অসুস্থ হয়ে পড়েন।
“পরে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হয়ে। ক্যাউয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ২ অগাস্ট বিজিপির অসুস্থ এ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
বিজিবির এ কর্মকর্তা বলেন, ক্যাউ নন্দার মৃত্যুর পরে মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। পরে বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে সরকারের সংশ্লিষ্টরা মিয়ানমার দূতাবাসে যোগযোগ করেন।
সরকারের সংশ্লিষ্টদের পাশাপাশি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ১৭ অগাস্ট হাসপাতালের মর্গ থেকে বিজিপির সদস্যের মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয় বলে জানান তিনি।