“বাণিজ্য মেলার দোকানদার ও অয়োজক কমিটির লোকজন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে।”
Published : 25 Feb 2025, 09:58 AM
গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা হামলায় আহত হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে আয়োজিত বাণিজ্য মেলায় এ ঘটনায় আহতরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার আহ্বায়ক মাসুদ রানা।
আহতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আকাশ ও মেহেদী হাসান এবং যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান শিপন।
এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাতেই গাইবান্ধা সদর থানা কার্যালয় ঘেরাও করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার নেতাকর্মীরা। পরে পুলিশের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।
ঘটনার বর্ণনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মাসুদ রানা বলেন, “রাতে ছাত্র আন্দোলনের এক নেতার স্বজনের সঙ্গে বাণিজ্য মেলার এক দোকানদার খারাপ আচরণ করে। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানায়।
“তখন দোকানদার ও অয়োজক কমিটির লোকজন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। এতে তাদের তিনজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।”
মাসুদ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আইনরে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, পুলিশ হামলাকারীদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।