ঝালকাঠি-বরিশাল মহাসড়কে উপজেলার ষাটপাকিয়া এলাকায় ইউরো মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি জানান।
Published : 07 Dec 2024, 09:53 AM
ঝালকাঠির নলছিটি উপজেলায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে উপজেলার ষাটপাকিয়া এলাকায় ইউরো মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান।
নিহত বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন (৮০) সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বারইয়ারা মুনশি বাড়ির মৃত অছিমুদ্দীনের ছেলে।
আর মোটরসাইকেল চালক আল আমিন তাহেনী (৩৮) মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা ভাড়া করে থাকতেন।
মফিজ উদ্দিনের ভাইয়ের ছেলে ইউনুস হাওলাদার সাংবাদিকদের বলেন, “কাকা তার মেয়েজামাই আবুল হোসেনের চায়ের দোকান পার হয়ে রাস্তার বিপরীত দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এ সময় চালকসহ কাকা রাস্তার দক্ষিণ পাশে পড়ে যান। ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।”
মফিজ উদ্দিন পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার দুই বিবাহ ছিল। প্রথম স্ত্রী কুলসুম বেগমের ঘরে এক ছেলে ও দুই মেয়ে। দ্বিতীয় স্ত্রীর ঘরে তিন মেয়ে ও এক ছেলে।
দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ৩০ বছরের অধিক সময় তিনি যশোরে বাসবাস করেছেন। সাত বছর আগে দ্বিতীয় স্ত্রী মারা যান। তখন থেকেই মফিজ উদ্দিন ঝালকাঠিতে প্রথম স্ত্রীর মেঝ কন্যা মমতাজ বেগমের বাড়িতে থাকতেন।
ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোস্তফা কামাল মন্টু শোক প্রকাশ করে বলেন, “মফিজ উদ্দিন রণাঙ্গনের একজন বড় যোদ্ধা ছিলেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা ঝালকাঠির মুক্তিযোদ্ধারা শোকাহত।”
শনিবার সকালে নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দুটি এখন ঝালকাঠি সদর হাসপাতালে আছে। এখনো ময়নাতদন্ত করা হয়নি।