এ দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে আপলাইনে রেলচলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।
Published : 12 Feb 2024, 08:49 AM
গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়া ডাম্প ট্রাকের নিচে চাপা পড়ে এক অটোরিকশা চালকের প্রাণ গেছে।
রোববার রাত ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রেল পুলিশ জানিয়েছে।
নিহত অটোরিকশা চালক নবীন (১৮) নেত্রকোণার পূর্বধলা থানার ধলা গ্রামের দুদু মিয়ার ছেলে। এ ঘটনায় আরও একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, ওই জায়গায় রেললাইন ঘেঁষে সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক ও বালুর ট্রাক রাখা ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টার দিকে মধুমিতা রেলক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিনের সাথে দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকের ধাক্কা লাগে।
তাতে ময়লার ট্রাক ও পাশে থাকা বালুর ট্রাক দুমড়ে মুচড়ে যায়। ময়লার ড্রাম্প ট্রাকটি ছিটকে একটি অটোরিকশার ওপর পড়লে চালকসহ দুইজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক নবীনকে মৃত ঘোষণা করেন।
ছোটন শর্মা বলেন, এ দুর্ঘটনার কারণে রাত পৌনে ১টা পর্যন্ত ঢাকার সঙ্গে আপলাইনে রেলচলাচল বন্ধ থাকে। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়।