খুলনায় শিশুকে চিকিৎসা করাতে গিয়ে সড়কে ঝরল মায়ের প্রাণ

শিশুকে চিকিৎসার জন্য মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন বলে জানান ওসি।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2023, 05:17 PM
Updated : 13 May 2023, 05:17 PM

খুলনার ডুমুরিয়া উপজেলায় শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ব্যাটারিচালিত ভ্যান থেকে ছিটকে পড়ে এক মায়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে ছয় মাসের কন্যাশিশু। 

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাজিয়াড়ায় এ ঘটনা ঘটে বলে জানান ডুমুরিয়া থানার ওসি সেখ কনি মিয়া। 

নিহত অঞ্জনা সরকার (২৪) উপজেলার হাসানপুর গ্রামের শিমুল সরকারের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি সেখ কনি মিয়া বলেন, অঞ্জনা সরকারের মেয়ে কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। চিকিৎসার জন্য তাকে ভ্যানে করে হাসানপুর থেকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন অঞ্জনা। সাজিয়াড়ায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে গেলে মাথায় ইটের আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান অঞ্জনা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” 

তিনি আরও বলেন, “অঞ্জনার কোলে থাকা শিশুসন্তান পড়ে গিয়ে তার একটি পা ভেঙে যায়।শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।” 

এ ঘটনায় কেউ এখনও থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।