ছাদের উপর থাকা পানির ট্যাংকে ওঠার মইয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে ছাত্রটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
Published : 21 Mar 2023, 09:22 AM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ছাদ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান সুধারাম মডেল থানার এএসআই নাজিম উদ্দিন।
নিহত আপ্রুসী মারমা সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। ২২ বছরের এই তরুণের গ্রামের বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলায়। তিনি ভাষা শহীদ আবদুস সালাম হলের ২১২ নম্বর রুমের আবাসিক ছাত্র ছিলেন।
আপ্রুসী মারমার সহপাঠীরা জানায়, প্রতিদিনের মতো সে মালেক উকিল হলে খাবার খেতে যায়। সেখানে বন্ধু বান্ধব ও বড় ভাইদের সঙ্গে সময় কাটায়। এরপর এমন ঘটনা কখন ঘটল তা কারও জানা নেই।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইকবাল হোসাইন সুমন বলেন, খবর পেয়ে প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
এএসআই নাজিম উদ্দিন বলেন, “ছাদের উপর থাকা পানির ট্যাংকে ওঠার মইয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে ছাত্রটির মরদেহ উদ্ধার করে পুলিশ।”
মরদেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান এএসআই নাজিম উদ্দিন।