মঙ্গলবার গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট চত্বরে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করে।
Published : 24 Sep 2024, 05:42 PM
কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ হয়েছে।
মঙ্গলবার গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট চত্বরে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করে।
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মুনতাসির রহমান বলেন, দেশের প্রকৌশল, নার্সিংসহ বিভিন্ন ডিপ্লোমাধারীদের উচ্চ শিক্ষার জন্য সংশ্লিষ্ট ট্রেডের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু কৃষি ডিপ্লোমাধারীদের উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র কোনো বিশ্ববিদ্যালয় কিংবা উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান নেই।
তিনি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অথবা পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য নির্দিষ্ট আসনের দাবি জানান।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মুনতাসির রহমান, মো. আল ইমরান, মো. এম সাকিবুল ইসলাম সাকিব, মো. মেহেদী হাসান, সাকিব হাসান শিহাব, মো. ফাহিম মিয়া, জান্নাতুল নাইম মিতু, মারুফা আকতার, মাইশা আকতার ফাতেমা।
পরে মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরণ করে।