সাতক্ষীরায় ৪ লাখ জন্মনিয়ন্ত্রণ বড়ি জব্দ, গ্রেপ্তার ২

ভারতে পাচারের উদ্দেশ্যে বড়িগুলো মজুত করা হয়েছিল বলে পুলিশের ভাষ্য।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2023, 05:07 PM
Updated : 3 June 2023, 05:07 PM

সাতক্ষীরার শ্যামনগর থেকে বিনামূল্যে বিতরণে সরকারের চার লাখ জন্মনিয়ন্ত্রণ বড়ি জব্দ করা হয়েছে; যা ভারতে পাচারের জন্য মজুত করা হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল। 

গ্রেপ্তাররা হলেন উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের শামসুর গাজীর ছেলে ইসরাফিল গাজী এবং আব্দুল জব্বার গাজীর ছেলে মো. মোজাম গাজী।

শ্যামনগর থানার এসআই আরিফুর রহমান ফারাজী জানান, গোপন খবর পেয়ে ওই গ্রামের মফিজুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ঘরে তল্লাশি চালিয়ে চার লাখ ২০ হাজার জন্ম নিয়ন্ত্রণের সুখী বড়ি জব্দ করা হয়। 

এ ঘটনায় জড়িত অভিযোগে ইসরাফিল ও মোজামকে আটক করে পুলিশ। 

ওসি নূরুল ইসলাম বলেন, “ভারতে পাচারের উদ্দেশ্যে জন্মনিয়ন্ত্রণের বড়িগুলো মজুত করা হয়েছিল। আটক দুইজন পাচারকারী দলের সদস্য।” 

মামলা দিয়ে জব্দ করা মালামালসহ তাদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।