হুমকি-ধামকিতে ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করে দুই চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ঘোষিত কোনো নির্দেশনাই খলিলুর রহমান সিরাজী মানছেন না।
Published : 25 Apr 2024, 10:31 PM
উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুরে চেয়ারম্যান পদে দুই প্রার্থীকে প্রচারে বাধা এবং কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের একটি হোটেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ এবং কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম।
তাদের অভিযোগের মুখে রয়েছেন, অপর প্রার্থী কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
সংবাদ সম্মেলনে প্রার্থী আবুল কালাম আজাদ ও আশরাফুল আলম লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, “চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজী ও তার লোকজন প্রতিটি ইউনিয়নে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। কর্মী-সমর্থকরা প্রচারে নামলেই তাদের মারধর করছে, পোস্টার ও লিফলেট কেড়ে নিচ্ছে ও ছিঁড়ে ফেলছে এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিচ্ছে।
২৪ এপ্রিল প্রচারের সময় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে মারধর করা হয়েছে। এ নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থী থানায় চারটি জিডি করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে লিখিত বক্তব্যে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনের দিন খলিলুর রহমানের প্রতিটি বুথে দুজন ক্যাডার রাখবে। ভোটাররা চাপ বা টিপ দিয়ে ইভিএম ওপেন করে দিলে বুথের ভেতর খলিলের কর্মীরা ভোট দিয়ে নেবেন বলে প্রচার চালানো হচ্ছে।
প্রতিনিয়ত হুমকি-ধামকির কারণে ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই দুই চেয়ারম্যান প্রার্থী। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী ঘোষিত কোনো নির্দেশনাই খলিলুর রহমান সিরাজী মানছেন না। তিনি প্রভাব বিস্তার করে মানুষের ভোটের অধিকার হরণের চেষ্টা করছেন।
এ অবস্থায় সুষ্ঠু ভোট ও ভোটের পরিবেশ তৈরি করতে প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন ও প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেছেন তারা।
এদিকে অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও কাজিপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
তিনি বলছেন, “উনারা ভোট পাবেন না বলে ভোট প্রার্থনার জন্য ভোটারদের কাছে না গিয়ে শুধু অভিযোগ করে যাচ্ছেন।
প্রথম ধাপে ৮ মে এই উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন।