এ ছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
Published : 05 Jun 2024, 06:39 PM
রংপুরের বদরগঞ্জে জাল ভোট দিতে গিয়ে আটক এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক করে তাকে এ দণ্ড দেওয়া হয় বলে বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন জানান।
আটক মোস্তাফিজুর রহমানকে (৪২)ছয় মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা;অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন জানান, ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এজেন্টরা মোস্তাফিজার রহমানকে চিহ্নিত করে পুলিশকে খবর দেন। পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে জানায়।
টহলরত ভ্রাম্যমাণ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কৃষ্ণ কমল রায় আটক মোস্তাফিজুর রহমানকে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজার রহমানকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি আবুল হাসান কবির।