Published : 01 May 2025, 09:24 PM
বরিশালের উজিরপুর উপজেলায় মে দিবসের কর্মসূচি শেষে সড়কের পাশে বসে খিচুড়ি খাওয়ার সময় বাসচাপায় শ্রমিক দলের এক কর্মী নিহত হয়েছেন।
ঘটনার পরপর শ্রমিক দলের নেতাকর্মীরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়েছে যায়।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার সোনারবাংলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. আমিনুর রহমান।
নিহত মানিক গাজী (৬০) উপজেলার পশ্চিম ওটরা গ্রামের আব্দুল হক গাজীর ছেলে। পেশায় দিনমজুর মানিক গাজী ওটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি ছিলেন।
উজিরপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব বলেন, মে দিবসের কর্মসূচি শেষে নেতাকর্মীদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়। মানিক গাজীসহ দুইজনকে খাবারের প্যাকেট দেওয়া হয়। তারা মহাসড়কের পাশে বসে খাবার খাচ্ছিলেন।
এ সময় হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে মানিক গাজীকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণ করেন।
তিনি বলেন, তাৎক্ষণিক ধাওয়া করে মেজর এম এ জলিল সেতু থেকে বাসটি আটক করা হয়। তবে চালকসহ সহকারী পালিয়ে যায়। ঘটনার পরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। আধাঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি আমিনুর রহমান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। লাশের ময়নাতদন্তের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।