পানি কম, ১০ দিন আগেই কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

জেলা প্রশাসন বলছে, মৌসুমের এ সময়ে হ্রদে পানি থাকার কথা ৮৬ এমএসএল; বর্তমানে আছে ৭৬ এমএসএল।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2023, 08:59 AM
Updated : 10 April 2023, 08:59 AM

পানি অস্বাভাবিক কম থাকায় ১০ দিন আগেই কাপ্তাই হ্রদে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান রাঙামাটির ডিসি মোহাম্মদ মিজানুর রহমান।

কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির জন্য সচরাচর বছরের ১ মে থেকে তিন মাসের এ নিষেধাজ্ঞা জারি হলেও এবার ২০ এপ্রিল থেকেই হ্রদে মাছ ধরা বন্ধ হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমের এই সময়ে কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৮৬ এমএসএল (মিনস সি লেভেল)। অথচ বর্তমানে পানি আছে ৭৬ এমএসএল।

ডিসি মিজানুর রহমান বলেন, “গেল বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবার রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর অস্বাভাবিক কমে গেছে। ফলে মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষার্থে ১০ দিন আগেই কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।”

তিনি আরও বলেন, “অবৈধ উপায়ে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি হ্রদের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নৌ-পুলিশ মোতায়ন থাকবে।”

জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় বাংলাদেশ মৎস উন্নয়ন করপোরেশন-বিএফডিসি’র রাঙামাটির ব্যবস্থাপক, কমান্ডার মোহাম্মদ আশরাফুর আলম ভূঁইয়া এবং মাছ ব্যবসায়ীদের প্রতিনিধিরা ছিলেন।