রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস রেললাইনের ওপরে বাসটিকে ধাক্কা দেয়; এ সময় বাসটি ছিটকে পাশের রাস্তার ওপরে পড়ে যায়।
Published : 29 Dec 2022, 12:54 PM
সিরাজগঞ্জ সদরে রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে সদর উপজেলার কড্ডা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনায় বাসের ২০ যাত্রী আহত হয়েছেন বলে সিরাজগঞ্জ সদর থানার এসআই শাহিন মাহমুদ জানান।
নিহত বাবুল ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী তাজ পরিবহন বাসের সুপারভাইজার এবং ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা সদরের বাসিন্দা ছিলেন। তার লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আহতদের মধ্যে ১১ জনকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। আর দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই শাহিন বলেন, তাজ পরিবহনের বাসটি আঞ্চলিক সড়ক দিয়ে সিরাজগঞ্জ শহর হয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ওঠার জন্য কড্ডা রেলক্রসিং এলাকায় পৌঁছে। এ সময় সিগন্যালে বাঁশ নামানো না থাকায় চালক রেললাইন অতিক্রম করছিলেন।
তখনই ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস রেললাইনের ওপরে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে পাশের রাস্তার ওপরে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয় বলে জানান শাহিন।
সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান বলেন, দুর্ঘটনার সময় কড্ডা রেলক্রসিং এ গার্ডম্যান ছিলো। কিন্তু গত দুমাস ধরে ওই রেলক্রসিং এর টেলিফোন নষ্ট থাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সংলগ্ন সদানন্দপুর স্টেশন মাস্টার কড্ডা গার্ডম্যান আব্দুল লতিফকে ট্রেন আসার খবর জানাতে পারেনি।
বিকল্প হিসেবে মুলিবাড়ী রেলক্রসিং এর গার্ডম্যান কড্ডা রেলক্রসিং এর গার্ডম্যানের মোবাইল ফোনে মিসডকল দিয়েছিলো। ততক্ষণে বাসটি রেললাইনের উপরে উঠে গেলে ট্রেন বাসের পেছনে ধাক্কা দেয়।
দুর্ঘটনার খবর পেয়ে পাকশি থেকে রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আহসানুর।