চুয়াডাঙ্গায় ‘৭ সোনার বারসহ’ যুবক আটক

বিজিবি জানায়, জব্দ সোনার বারগুলোর দাম ৬৩ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2023, 01:47 PM
Updated : 25 March 2023, 01:47 PM

চুয়াডাঙ্গার জীবননগর থেকে সাতটি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। 

শনিবার সকাল ৮টার দিকে জীবননগর উপজেলার মোল্লাবাড়ির মোড় থেকে ওই যুবককে আটক করা হয় বলে ঝিনাইদহ মহেশপুরের ৫৮ বিজিবি ব্যাটালিয়নের  সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান। 

আটক জুয়েল হোসেন (৩৯) চুয়াডাঙ্গার দর্শনার দক্ষিণচাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

সাইফুল ইসলাম জানান, জুয়েল ওই সোনাসহ উপজেলার মোল্লাবাড়ির মোড় এলাকায় ঘোরাফেরা করছিলেন। সোনাগুলো ওই যুবক ভারতে পাচার করবে, এমন গোপন সংবাদে জীবননগরের নতুনপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অব্স্থায় সাতটি সোনার বার পায় বিজিবির সদস্যরা। 

বিজিবি আরও জানায়, জব্দ সোনার বারগুলোর ওজন ৭১ ভরি চার রতি। দাম ৬৩ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা। 

এ ঘটনায় মামলার পর জুয়েল হোসেনকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ সোনা ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানায় বিজিবি।