শুনানি শেষে আসামিদের গ্রেপ্তারের জন্য মাধবদী থানার ওসিকে নির্দেশ দেয় আদালত।
Published : 21 Jun 2023, 12:06 AM
নরসিংদী সদরে একটি ফলের আড়তে হামলা চালিয়ে পাঁচজনকে পিটিয়ে আহত করার ঘটনায় এক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ঘটনায় সোমবার নরসিংদীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মেহনাজ সিদ্দিকীর আদালতে একটি মামলা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী কাজী নাহিদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক শুনানি শেষে আদালত আসামিদের গ্রেপ্তারের জন্য মাধবদী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বুধবার [১৪ জুন] সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পাঁচদোনায় ফলের আড়তে হামলা ঘটনা ঘটে।
আসামিরা হলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত (২৭) এবং তার ১১ সহযোগী মেহেদী হাসান (৩০), আশরাফ মিয়া (২৮), রবিন মিয়া (৩০), সাজন মিয়া (২৫), মো. হুমায়ুন (২৮), রাজন মিয়া (৩০), সাদ্দাম হোসেন (২৫), ছাদু মিয়া (২২), ফয়সাল মিয়া (২৮), হুমায়ুন মিয়া (৩০) ও মো. মামুন (২৬)।
মামলায় অজ্ঞাত পরিচয় আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।
মামলার বরাতে আইনজীবী কাজী নাহিদুল জানান, পাঁচদোনা এলাকায় রতন ভূঁইয়া ও রিপন ভূঁইয়া নামের দুই ব্যক্তির কাছ থেকে জমি ভাড়া নিয়ে ‘আল্লাহর দান’ ফলের আড়ত স্থাপন করা হয়। ওই দুই ব্যক্তির সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার [১৪ জুন] চেয়ারম্যানের নির্দেশে আসামিরা দেশি অস্ত্র নিয়ে আড়তে হামলা চালান।
নিরাপত্তাবেষ্টনী ভেঙে ফেলার সময় বাধা দিলে আড়তের কর্মী নোবেল মাহমুদ (২৬), হৃদয় মিয়া (২২), আনিসুর রহমান (৩৫), ইয়াছিন মিয়া (২৫) ও ফেরদৌস মিয়াকে (২০) পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাহিদুল বলেন, আহতরা চিকিৎসা শেষে মাধবদী থানায় মামলা করতে গেলে পুলিশ অপারগতা প্রকাশ করে। পরে আহত এক ব্যবসায়ীর বাবা হাবিবুর রহমান আদালতে মামলার আবেদন করেন।
মামলার বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্তকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
এ বিষয়ে মাধবদী থানার ওসি রকিবুজ্জামান বলেন, “আদালতে মামলা বিষয়টি শুনেছি। তবে আসামিদের গ্রেপ্তারে আদালতের কোনো নির্দেশ এখন পর্যন্ত থানায় এসে পৌঁছায়নি। নির্দেশনা পেলে বাস্তবায়ন করা হবে।”