২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থানায় হওয়া মামলায় মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
Published : 01 Aug 2024, 04:07 PM
রাজবাড়ীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া এক পলাতক আসামিকে এক যুগ পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার ভূইয়াগাতি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১২ সিরাজগঞ্জ সদরের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
গ্রেপ্তার মজনু সরকার (৪৫) রংপুরের মিঠাপুকুর উপজেলার তিলকপাড়া গ্রামের প্রয়াত মোহাম্মদ আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে র্যাব-১২ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাজবাড়ির গোয়ালন্দ ঘাট থানায় মজনু সরকারের নামে একটি মাদক মামলা হয়। শুরুতেই আদালত থেকে জামিন নিয়ে গা-ঢাকা দেয় মজনু।
পরে সেই মামলার মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এবং র্যাব-১০ এর যৌথ অভিযান চালিয়ে মজনুকে গ্রেপ্তার করে।
নাম-পরিচয় গোপন করে মজনু সিরাজগঞ্জের সলঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে র্যাব।
মজনুর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট এবং রংপুরের মিঠাপুকুর থানায় দায়ের হওয়া আরও দুটি মামলা আদালতে বিচারাধীন। তাকে মিঠাপুকুর থানার হস্তান্তর করা হয়েছে।