“ট্যাংকের মুখ খোলা থাকার কারণে শিশুটি পড়ে যায়।”
Published : 16 Dec 2024, 10:45 AM
মুন্সীগঞ্জের শ্রীনগরে হাঁসাড়া ফিলিং স্টেশনের একটি পরিত্যক্ত তেলের ট্যাংক থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার রাত সাড়ে ১১টার দিকে জুনায়েত হোসেন নামে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান।
মৃত ১০ বছর বয়সী জুনায়েত হাঁসাড়া ইউনিয়নের হাঁসাড়া নয়াপাড়া এলাকার নুরু শেখের ছেলে। চার ভাইয়ের মধ্যে সে সবার ছোট বলে জানা গেছে।
সফিকুল বলেন, “রোববার সন্ধ্য ৭টার দিকে স্থানীয়রা ট্যাংকে শিশুটিকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান।
“ফায়ার সার্ভিস কাজ শুরু করার আধা ঘণ্টা পরে ট্যাংকের গ্যাস বিস্ফোরণ ঘটে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী আহত হন।”
তাদের মধ্যে আহত একজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান সফিকুল।
স্থানীয়রা জানায়, হাঁসাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদ নাসিমের মালিকানাধীন ফিলিং স্টেশনটি প্রায় এক মাস ধরে বন্ধ ছিল। এটি আবার চালু করার জন্য ট্যাংক পরিষ্কারের কাজ চলছিল।
কিন্তু কি কারণে এর মুখ খোলা রাখা হয়েছিল, তা কেউ বলতে পারছে না।
স্থানীয়রা বলছে, জুনায়েতের সঙ্গে আলমপুরের রাহাত হোসেন (১২) আরও এক শিশু এখানে কাজ করতো এবং রাতে ঘুমাতো। জুনায়েতের লাশ উদ্ধার করা হলেও বাকি দুজনকে পাওয়া যাচ্ছে না।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল বলেন, “ট্যাংকের মুখ খোলা থাকার কারণেই শিশুটি পড়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা দুই শিশুও ভয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”