“তার কাঁধে এবং উরুতে গুলি লেগেছে। তবে কে-বা কারা গুলি করেছে, সেটা রাতের অন্ধকারে বোঝা যায়নি।”
Published : 22 May 2024, 12:44 PM
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতুমং মারমা গুলিতে আহত হয়েছেন।
উপজেলা ভোটের দিন মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বড়থলি মারমা পাড়ায় এ ঘটনা ঘটে বলে বিলাইছড়ি থানার ওসি আক্তার হোসেন এবং তার স্ত্রী হ্লাবোংপ্রু মারমা জানিয়েছেন।
৫১ বছর বয়সী আতুমং মারমার বাড়ি বড়থলি ইউপির মারমা পাড়ায়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বর্ণনায় চেয়ারম্যানের স্ত্রী হ্লাবোংপ্রু মারমা বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “গতকাল উপজেলা ভোটের দিন ছিল। আতুমং রাতে ঘরে ফিরে ভাত খেয়ে পরিবারে সদস্যদের সঙ্গে গল্প করছিলেন। রাত ১১টার দিকে অজ্ঞাত পরিচয় দুজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
“তার কাঁধে এবং উরুতে গুলি লেগেছে। তবে কে-বা কারা গুলি করেছে, সেটা রাতের অন্ধকারে বোঝা যায়নি।”
তিনি বলেন, “ঘটনার সময় গভীর রাত ও দুর্গম এলাকা হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। বুধবার সকালে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
বিলাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম বলেন, “বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ওপর হামলা করা হয়েছে। এতে তার শরীরের দুই জায়গায় গুলি লেগে আহত হয়েছে বলে শুনেছি। তবে তিনি শারীরিক ভাবে আশঙ্কামুক্ত রয়েছেন।”
বিলাইছড়ি থানা ওসি আক্তার হোসেন বলছেন, বড়থলি ইউপি চেয়ারম্যান আতুমং মারমাকে কে বা কারা গুলি করেছে। এ বিষয়ে এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে; তদন্ত চলছে।”
ঘটনাটি নির্বাচনকে ঘিরে হয়েছে কী-না জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, “গতকাল উপজেলা নির্বাচন থাকলেও এটি নির্বাচন সংশ্লিষ্ট না। অন্য কোনো কারণে হতে পারে।"
বড়থলি ইউনিয়ন রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার হলেও এটি বান্দরবানের রুমা উপজেলার ঘেঁষা। এলাকাটি বেশ দুর্গম। রাঙ্গামাটি থেকে একমাত্র নৌপথের মাধ্যমে যাতায়াত করতে হয়।
যাতায়াত ও যোগাযোগের সুবিধার কারণে এলাকার লোকজন বেশির ভাগ সময় বান্দরবানের রুমা হয়ে চলাচল করে থাকে।
ওসি আক্তার হোসেন বলছেন, “রাতে বড়থলি ইউনিয়নের চেয়ারম্যান তার চাচার বাসায় অবস্থান করার সময় তার ওপর অর্তকিত হামলা হয় বলে শুনেছি। দুর্গম পথ হওয়ায় রাতে পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি।”