মঙ্গলবার রাতে ডাকাতির সময় স্থানীয় এলাকাবাসী ওই যুবককে আটকে পিটুনি দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার বাইপাস সড়কের গালিমপুর রাস্তায় এই দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল ইসলাম তালুকদার জানান।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক তাহের মিয়া (২৫) এবং যাত্রী আব্দুল লতিফ (৪০)। তাহের মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের চান মিয়ার ছেলে এবং আব্দুল লতিফ সিলেটের বালাগঞ্জ উপজেলার গৌরীপুর কায়স্তঘাট গ্রামের বাসিন্দা।
ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।