শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার সোনারায় ইউনিয়নের জাকিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
Published : 29 Sep 2024, 12:14 AM
শেয়ালের কামড়ে নীলফামারীতে শিশুসহ ৫০ জনের মত আহত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার সোনারায় ইউনিয়নের জাকিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম শাহ্ বলেন, “প্রত্যন্ত জাকিরগঞ্জ গ্রামে শেয়ালের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছে। সবাই স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ভ্যাকসিনসহ উন্নত চিকিৎসার জন্য সবাইকে নীলফামারী জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”
শেয়ালের আতঙ্কে মানুষজন লাঠি হাতে পাড়ায়-পাড়ায় পাহারা দিচ্ছে। এরই মধ্যে গ্রামবাসীর লাঠি আঘাতে একটি শেয়ালের মৃত্যু হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।
সোনারায় ইউনিয়নের সরকারপাড়ার গ্রামের স্কুলশিক্ষক নূর মোহাম্মদ জানান, সন্ধ্যার পর থেকে একদল শেয়াল এলাকার রাস্তায় চলাচলকারী পথচারী এবং বাড়িঘরে মানুষের ওপর আক্রমণ শুরু করে।
আহতরা জাকিরগঞ্জ বাজার সংলগ্ন মেম্বারপাড়া, কৈপাড়া, সরকারপাড়া, হাজীপড়া, বাহারপড়া ও গুচ্ছগ্রামের বাসিন্দা।
জাকিরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক জিন্নাত আলী জানান, “রাত ৮টা পর্যন্ত শেয়ালের কামড়ে আহত শিশু, বৃদ্ধ ও গৃহবধূসহ ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।”
আহতদের মধ্যে রয়েছেন- রিফাত হোসেন (৫), রিশা মনি (৮), খয়রাত হোসেন (৭০), সুনীল চন্দ্র (৫৫), ওবায়দুল ইসলাম (৩৫), আব্দুল লতিফ (৪৮), গৌরি রানী (২৮), সাইদার আলী (৪৮), নাসিমা খাতুন (৩৮), বেলাল হোসেন (৫০)।