বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সালাম মিয়া। কিন্তু তিনি বাড়ি না পৌঁছায় সারারাত খোঁজাখুঁজি করেন স্বজনরা।
Published : 23 Jan 2025, 01:11 PM
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাড়ির পাশের লেবুর বাগান থেকে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান।
নিহত ৫০ বছর বয়সী আব্দুস সালাম মিয়া ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান করতেন।
স্থানীয়দের বরাতে ওসি জাকির জানান, বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সালাম মিয়া। কিন্তু তিনি বাড়ি না পৌঁছায় সারারাত খোঁজাখুঁজি করেন স্বজনরা।
পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি লেবুর বাগানে তার গলা কাটা লাশ দেখতে পায় স্থানীয়রা।
নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, “আমার স্বামী বাড়ি না ফেরায় আমরা তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। পরে সকালে লেবুবাগানে তার লাশ পাওয়া যায়।”
নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, “আমার বাবার কোনো শত্রু ছিল না। কে বা কারা আমার সহজ-সরল বাবাটাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।”
ওসি জাকির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে।