লিডিং ইউনিভার্সিটির সেই দুই শিক্ষককে পুনর্বহালের নির্দেশ ইউজিসির

এর আগে ১২ অক্টোবর জারিনা হোসেইন এবং রাজন দাসকে বরখাস্ত করা হয়।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 06:08 PM
Updated : 12 Nov 2023, 06:08 PM

সিলেটের বেসরকারি লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষক সৈয়দা জারিনা হোসেন ও রাজন দাশকে পুনর্বহালের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড থেকে ভারতীয় নাগরিকসহ দুইজনকে দুই মাসের মধ্যে বাদ দিয়ে নতুন করে বোর্ড গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

রোববার ইউজিসির পরিচালক মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

তবে চিঠির বিষয়ে লিডিং ইউনিভার্সিটির রেজিস্টার মো. মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১২টা পর্যন্ত ইউজিসির কোনো চিঠি পাইনি। এখন অফিসের বাহিরে আছি।”

এর আগে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলা যুক্তরাষ্ট্র সফরে থাকা অবস্থায় কোষাধ্যক্ষ বনমালী ভৌমিক ভারপ্রাপ্ত উপাচার্য হয়ে ১২ অক্টোবর অধ্যাপক জারিনা হোসেইন এবং সহযোগী অধ্যাপক রাজন দাসকে বরখাস্ত করেন।

ইউজিসির চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন অনিয়ম এবং বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পরস্পরের বিরুদ্ধে তোলা অভিযোগ তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী সৈয়দা জারিনা হোসেইন এবং স্থপতি রাজন দাসের বহিষ্কারাদেশ বাতিল ঘোষণাপূর্বক সকল সুযোগ-সুবিধাসহ বহিষ্কারাদেশ সাক্ষরের তারিখ থেকে স্বপদে পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হলো।

সেইসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর কোন এখতিয়ারে তাদের চাকরিচ্যুত করা হয়েছে তার কারণ দর্শানোসহ ব্যাখ্যা তিন কর্ম দিবসের মধ্যে কমিশনে পাঠানোর আদেশ দিয়েছে কমিশন।

এছাড়া চিঠিতে ভারতীয় নাগরিক সাদিকা জান্নাত চৌধুরী ও নাবালক সাইদ আজমাইন আবদুল হাইকে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজ থেকে বাদ দিয়ে আগামী দুই মাসের মধ্যে জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা এবং আগামী তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অনিরীক্ষিত অর্থবছরের নিরীক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সেইসঙ্গে ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক কাজী আজিজুল মওলাকে চুক্তি অনুযায়ী বেতনভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কমিশন।

এছাড়া চিঠিতে আগামী তিন মাসের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩৩(৩) ধারা মোতাবেক খণ্ডকালীন শিক্ষক সংখ্যা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ইউজিসির পরিচালক।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, ১৭ বছর ধরে স্থায়ী অনুমোদন না থাকা এবং ট্রেজারার বনমালী ভৌমিকের ‘সীমাহীন দুর্নীতি’ নিয়ে ইউজিসিতে লিখিত অভিযোগ দেন উপাচার্য কাজী আজিজুল মাওলা।

অভিযোগে ইউনিভার্সিটির ৬৮টি লেনদেনে অনিয়মের বিষয়ে জানতে রেজিস্ট্রার বরাবর কমিশনের দেওয়া চিঠিসহ ট্রাস্টি বোর্ডের সদস্য সাদিকা জান্নাত চৌধুরী ভারতের নাগরিকের বিষয়টি উল্লেখ করা হয়।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগিব আলীও উপাচার্যের বিরুদ্ধে ইউজিসিতে অভিযোগ দেন।

অভিযোগ তদন্তে গত ২৭ জুলাই কাজী আবু তাহেরের নেতৃত্বে ইউজিসির তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি ক্যাম্পাস পরিদর্শন করেন। সেই সময় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাগীব আলী, ট্রেজারার বনমালী ভৌমিক ও উপচার্য কাজী আজিজুল মাওলার সঙ্গে আলাদা বৈঠক করেন তদন্ত কমিটি।

পরে অক্টোবরে উপাচার্য যুক্তরাষ্ট্র গেলে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে ট্রেজারার বনমালী ভৌমিক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা পরিচালনাসহ নানা বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেন; যা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী।