কর্তব্য পালন শেষে বাইকে থানায় ফেরার পথে এ ঘটনা ঘটে বলে ওসি জানান।
Published : 08 Feb 2025, 11:58 PM
কর্তব্য পালন শেষে বাইকে থানায় ফেরার পথে ট্রাক চাপায় ময়মনসিংহের মুক্তাগাছা থানার এক এএসআইয়ের প্রাণ গেছে।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার সত্রাসিয়ায় এ ঘটনা ঘটে বলে মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন জানান।
নিহত রুস্তম আলী (৪২) ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়াইল উপজেলার কালিকচ্চ গ্রামের রমজান আলী ছেলে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক।
স্থানীয়দের বরাতে ওসি কামাল হোসেন বলেন, শনিবার বিকালে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা থেকে কর্তব্য পালন শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন রুস্তম আলী। পথে সত্রাসিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পানির ড্রাম ট্রাক সামনে থেকে তার বাহনটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত রুস্তমকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি কামাল হোসেন আরও বলেন, রুস্তম আলী গত বছরের ১৬ মার্চ মুক্তাগাছা থানায় যোগদান করেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।