Published : 30 May 2024, 10:53 PM
ঝালকাঠির নলছিটিতে পুকুরে ডুবে আপন দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান।
নিহতরা হল-ওই গ্রামের জাকির হোসেনের পাঁচ বছর বয়সি মেয়ে সামিয়া আক্তার ও বাচ্চু হাওলাদারের ছয় বছর বয়সি মেয়ে সাবিনা আক্তার। জাকির ও বাচ্চু আপন ভাই।
শিশু দুটি স্থানীয় মুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
সামিয়ার নানা হারুন হাওলাদার বলেন,“বিকালে আমার নাতনীকে কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পাশে তার জুতা পাওয়া যায়। পরে পুকুরের পানিতে নেমে সামিয়া আক্তারকে খুঁজে পাই।
তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। তখন ওর চাচাতো বোন সাবিনাকেও পাওয়া যাচ্ছিল না। তার সন্ধানে আবারও খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে সাবিনাকেও ওই পুকুরের পানিতে পাওয়া যায়।
শিশু দুটিকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী।