দুই দিন আগে স্বতন্ত্র প্রার্থীর কর্মীসভা শেষে বাড়ি ফেরার পথে ওই যুবকের ওপর হামলা করা হয় বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।
Published : 12 Dec 2023, 12:38 AM
পিরোজপুর সদর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এক যুবক মারা গেছেন।
সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান।
এ ঘটনার প্রতিবাদে রাতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন।
নিহত লালন ফকির (৩২) পিরোজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ডুমুরিতালা এলাকার হান্নান ফকিরের ছেলে। তিনি পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের সমর্থক ছিলেন।
নিহতের বাবা হান্নান ফকির বলেন, শনিবার রাত ৮টার দিকে উপজেলার শারিকতলা ইউনিয়নের কুমিরমরা ফেরিঘাট থেকে বাড়ি ফিরছিলেন লালন। পথে একই এলাকার ১০ থেকে ১৫ জনের একটি দল লালনকে ধাওয়া দিয়ে আটক করে কুপিয়ে জখম করে।
“তাকে মৃত ভেবে পাশের একটি ডোবায় ফেলে পালিয়ে যান হামলাকারীরা। অস্ত্রের আঘাতে লালনের দুই পা ও দুই হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
“পরে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে; পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে রোববার ঢাকায় নেওয়া হয়।”
সদর উপজেলার শারিকতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি বলেন, “ঘটনার দিন স্বতন্ত্র প্রার্থী আউয়ালের কর্মীসভা শেষে বাড়ি ফিরছিলেন লালন। পথে তার ওপর হামলা হয়।
“সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় লালন মারা যান। তার শরীরে ৩১টির বেশি কোপের চিহ্ন রয়েছে।”
ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর বলেন, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা করা হবে।