ঘটনার পর ১৫ বছরের ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Published : 09 Feb 2025, 01:58 AM
পটুয়াখালীর বাউফলে বাক-বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ ও তার মা- ফুফুকে মারধর করার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১২টার দিকে এ ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে রাতে বাউফল থানায় তিন জনের নাম উল্লেখ করে মামলা করেন বলে জানান বাউফল থানার ওসি মো. কামাল হোসেন।
ঘটনার পর ১৫ বছরের ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আর মারধরে আহত কিশোরীর মা ও ফুফুকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মামলার নথি ও কিশোরীর মায়ের অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে কাজের উদ্দেশে পাশের বাড়িতে যান কিশোরীর মা। সেই সুযোগে প্রতিবেশী যুবক কৌশলে তার মেয়েকে ডেকে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন।
হঠাৎ মেয়ের ডাক-চিৎকার শুনে তিনি সেখানে গেলে ওই যুবক দৌড়ে পালিয়ে যান। পরে এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি করলে যুবকের বাবা ও ভাই কিশোরীর মা ও ফুফুকে মারধর করে। এবং মেরে ফেলারও হুমকি দেয়।
ওসি কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ ওঠা যুবক পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ভুক্তভোগীর স্বজনকে মারধরের অভিযোগে যুবকের বাবা ও ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।