“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করা হয়।”
Published : 10 Sep 2024, 02:01 PM
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গাঁজাসহ দুই ভাইকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
উপজেলার তিলছড়া গ্রামে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যা ৬টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কাশিয়ানী থানার এসআই তুষার মৃধা জানান।
গ্রেপ্তাররা হলেন-কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের চুন্নু শেখের ছেলে মানিক শেখ (৩৫) ও রতন শেখ (২০)।
এসআই তুষার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা কার্টনে তল্লাশি করে নয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।”
দুই ভাইয়ের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকের মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের আদালতে তোলা হবে।