আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে এ পর্যন্ত তিনটি হত্যা মামলা হয়েছে।
Published : 22 Aug 2024, 07:45 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুরে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের বিরুদ্ধে আলাদা দুটি হত্যা মামলা হয়েছে।
এ নিয়ে আগের একটিসহ সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে তিন হত্যা মামলার কথা জানিয়েছে পুলিশ।
বুধবার এনায়েতপুর থানায় হওয়া মামলা দুটিতে ১৭৬ জনকে আসামি করা হয়েছে বলে জানান এনায়েতপুর থানার ওসি মো. হাসিবুল্লাহ হাসিব জানান।
এর আগে একই সংঘর্ষে কলেজ ছাত্র শিহাব উদ্দিন (১৭) নিহতের ঘটনায় সোমবার রাতে এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোলায়মান আলী বাদী হয়ে মামলা করেন।
ওসি হাসিবুল্লাহ হাসিব জানান, শেখ হাসিনা সরকার পতনের আগের দিন ৪ অগাস্ট এনায়েতপুরে ছাত্র-জনতা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কলেজ ছাত্র সিয়াম নিহত হয়। এ ঘটনায় সিয়ামের আত্মীয় হযরত আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
মামলায় সাবেক সংসদ সদস্য মমিন মণ্ডলকে প্রধান করে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮৯ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, একই সংঘর্ষে নিহত ব্যবসায়ী ইয়াহিয়ার স্ত্রী শাহানা খাতুন বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করেছেন। মামলায় সাবেক সংসদ সদস্য মমিন মণ্ডলকে প্রধান করে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮৭ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার দিন সংঘর্ষ চলাকালে গুলি করে কলেজ ছাত্র সিয়াম ও ব্যবসায়ী ইয়াহিয়াকে হত্যা করা হয়েছে বলে উভয় মামলার অভিযোগে বলা হয়েছে।
এ ছাড়া ঘটনার সময় আসামিরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
নিহত কলেজ ছাত্র সিয়াম এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং ব্যবসায়ী মোহাম্মদ ইয়াহিয়া (৩০) খুকনী গ্রামের শাহজাহান আলীর ছেলে।
৪ অগাস্ট এনায়েতপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৫ পুলিশ সদস্য নিহত হলেও ওই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
আরও পড়ুন:
সিরাজগঞ্জে ছাত্রের মৃত্যু: সাবেক এমপিসহ ৩৩ জনের নামে হত্যা মামলা