পিরোজপুরে পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ডাকাতির অভিযোগ

ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে শরিফুজ্জান মণি শিকদার সম্পর্কে জানতে চায় ৫-৭ জন লোক।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2022, 11:47 AM
Updated : 22 Nov 2022, 11:47 AM

পিরোজপুর সদর উপজেলায় ইউপি নির্বাচনে পরাজিত এক চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের শিকদার মল্লিক গ্রামে শিকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান।

ওই বাড়ির শরিফুজ্জান মণি শিকদার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হয়েছেন।

ভূক্তভোগীর পরিবারের সদস্যদের বরাতে পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান খালেক জানান, মঙ্গলবার ভোরে ৫-৭ জন লোক ডিবি পুলিশের পরিচয় দিয়ে শিকদার বাড়িতে ঢুকে। তারা প্রথমে বাড়ির ছেলে শরিফুজ্জান মণি শিকদারের কথা এবং তার কোথায় কি রাখা আছে জানতে চায়।

কিন্তু পরিবারের সদস্যরা সেসব তথ্য না জানালে তার শরিফুজ্জানের মা রওশন আরা হাবিবসহ আরো কয়েকজনকে বেধে বাড়িতে থাকা ৮ লক্ষাধিক টাকা ও আনুমানিক ৫০ ভরি স্বর্ণ নিয়ে যায় ডাকাতরা।

শরিফুজ্জানের ছোট ভাই মনিরুজ্জামান লিটন শিকদার বলেন, “গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ভাই মনি শিকদার চেয়ারম্যান পদে নির্বাচন করেন। অল্প ভোটে আমরা হেরে গেলে পরে শুরু হয় যত সমস্যা।

“আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কয়েকদিন আগে পুড়িয়ে দেয়া হলো। এবার আমাদের বাড়িতে ডাকাতি। এমনটা নির্বাচনের আগে কখনোই ছিল না।”

এসব ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানান তিনি।

ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।