নওগাঁর সাবেক সংসদ সদস্য সামসুল আলম নেই

এই বিএনপি নেতা একবার মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ১৯৯৬ ‍ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2023, 07:41 PM
Updated : 30 Jan 2023, 07:41 PM

নওগাঁ-৪ (মান্দা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হায়াত মোহাম্মদ সামসুল আলম প্রামাণিক আর নেই।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দেলুয়াবাড়ি বাজারের প্রয়াত ছবের আলী প্রামাণিকের ছেলে।

সামসুল আলম প্রামাণিক একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি থেকে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ছিলেন।

সামসুল আলমের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিকস, হৃদরোগ ও কিডনি সমস্যায় ভুগছিলেন। রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

তার ছোট ভাই আনিছার আলম জানান, ১৯৮৫ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। এরপর বিএনপি থেকে ১৯৯৬ সালে ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

সোমবার বিকাল ৩টায় মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে প্রথম ও সাড়ে ৪টায় দেলুয়াবাড়ি বাজারে পৃথক  জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে উপজেলা বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠন, মান্দা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।