এর ফলে সারা দেশে আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা দাঁড়াল ২৬৬ জনে।
Published : 19 Dec 2023, 03:59 PM
যশোর-৪ আসনে আওয়ামী লীগের এনামুল হক বাবুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ।
তার প্রার্থিতা বাতিল রেখে হাই কোর্ট যে আদেশ দিয়েছিল মঙ্গলবার তা স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।
বাবুলের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে টিকলেও নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এসে খেলাপি ঋণের কারণে প্রার্থিতা হারান যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুল।
তার বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগে ওই আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল। এছাড়া মনোনয়নপত্রের বৈধতার প্রশ্নে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রনজিৎ কুমার রায়ও নির্বাচন কমিশনে আপিল করেছিলেন বাবুলের বিরুদ্ধে।
নির্বাচন কমিশন শুনানি নিয়ে ১৩ ডিসেম্বর তার প্রার্থিতা বাতিল করে। পরে হাই কোর্টে রিট আবেদন করেন এনামুল হক বাবুল।
হাই কোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ সোমবার তার রিট আবেদন খারিজ করে দেয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে এসে নিজের পক্ষে আদেশ পেলেন বাবুল।
সংসদের ৩০০ আসনের মধ্যে দুটি বাদ রেখে এবার ২৯৮ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। তাদের মধ্যে বাবুলসহ পাঁচজন মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং আপিলে বাদ পড়েছিলেন।
এছাড়া ১৪ দলের শরীকদের ছয়টি এবং জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তাতে রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ শেষে আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছিল ২৬৩ জনে।
বাদ পড়াদের মধ্যে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম হাই কোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর ফরিদপুর-৩ আসনের শামীম হক আর যশোরের বাবুল শামীম প্রার্থিতা ফিরে পেলেন আপিল বিভাগে।
এর ফলে সারা দেশে আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা দাঁড়াল ২৬৬ জনে।
পুরনো খবর