নির্মাণাধীন ২০ তলা ভবনের ১৮ তলার ছাদে রডের কাজ করছিলেন শিমুল মিয়া।
Published : 11 Jun 2023, 03:31 PM
ময়মনসিংহে নির্মাণাধীন ভবনের ১৮তলার ছাদ থেকে পড়ে এক রড শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বাউন্ডারী রোডের সাহেব আলী এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন।
নিহত শিমুল মিয়া (৩৫) জামালপুরের সদর উপজেলার মধ্য বটতলা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি রড মিস্ত্রী ছিলেন।
পরিদর্শক ফারুক বলেন, “নির্মাণাধীন ওই ২০ তলা ভবনে ১৮ তলার ছাদে রডের কাজ করছিলেন শিমুল মিয়া। হঠাৎ অসাবধানতাবশত সেখান থেকে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পরে অন্য শ্রমিকরা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের স্বজনরা এখনও কেউ থানায় যোগাযোগ করেনি। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।