গত ২০ জুলাই দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
Published : 04 Aug 2024, 10:02 AM
চলমান কোটা সংস্কার আন্দোলনে শেরপুরে গ্রেপ্তার হওয়া দুই এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়ে জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন জেলা কারাগারের সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান।
মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন-ওমর ফারুক ও রাজন মিয়া। তারা নালিতাবাড়ী শহিদ নাজমুল স্মৃতি কলেজের ছাত্র, বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়।
এর আগে দুপুরে শেরপুর জিআর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ ওই দুই পরীক্ষার্থীর জামিনের আদেশ দেন বলে জানিয়েছেন শেরপুর কোর্টে পরিদর্শক খন্দকার মো. শহিদুল হক।
এ বিষয়ে শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এমকে মুরাদুজ্জামান বলেন, “চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা পুলিশ যে মারমুখী ভূমিকা নিয়েছে তাতে নিরীহ অনেক ছাত্র-জনতা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে। অনেকে আন্দোলনে না গিয়েও গ্রেপ্তার হয়েছেন।
“গত ২০ জুলাই দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা দুইজন চলমান এইচএসসি পরীক্ষার্থী। আমরা বিষয়টি বিজ্ঞ আদালতের নজরে এনেছি। তাদের কাগজপত্র দেখিয়েছি। সাপ্তাহিক বন্ধের দিন হলেও বিষয়টি বিবেচনায় এনে আদালত তাদের জামিন দিয়েছেন।”