স্থানীয় দুই যুবক জাল জন্মসনদ ও অন্যান্য কাগজপত্র তৈরি এবং শনাক্তকারী হিসেবে ওই রোহিঙ্গা যুবককে সহায়তা করেন।
Published : 01 Dec 2024, 11:16 PM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভোটার হতে এসে এক রোহিঙ্গা যুবক তার দুই সহযোগীসহ আটক হয়েছেন।
রোববার দুপুরে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ওই রোহিঙ্গা যুবক ভুয়া কাগজপত্র তৈরি করে ভোটার নিবন্ধন করতে এলে তাদের আটক করা হয় বলে সাদুল্লাপুর থানার ওসি মো. তাজউদ্দিন খন্দকার জানান।
আটকরা হলেন- রোহিঙ্গা যুবক মো. নুরুল আমিন (২৪), তার সহযোগী উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের তায়েফ সরকার (২৩) এবং তরফ কামাল গ্রামের জীবন কৃষ্ণ উজ্জল (৩৪)।
নুরুল আমিন কক্সবাজারের উখিয়া উপজেলার জি-৩ বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা। তার বাবার নাম মো. হোসেন ওরফে লালু মিয়া এবং মায়ের নাম মোছা. ইশারত ফাতেমা।
রাতে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন বলেন, “দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আরাজী তরফ কামাল গ্রামের (এলাকার কোড নং-০৬২৩) ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির জন্য ওই রোহিঙ্গা যুবক স্থানীয় দুইজনকে সঙ্গে নিয়ে কার্যালয়ে আসেন। ভোটার আবেদনের অনলাইন কপি ও সংযুক্ত কাগজপত্রে বাবার নাম মো. হেলাল উদ্দিন ও মায়ের নাম রত্না বেগম লেখেন।
“কাগজপত্র পর্যালোচনা করে সন্দেহ সৃষ্টি হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় রোহিঙ্গা যুবক নুরুল আমিনের কথাবার্তায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষার উচ্চারণ পাওয়া যায়। তখন রোহিঙ্গা যুবক তার সঙ্গে থাকা দুই যুবকের সহায়তায় ওই এলাকার ভোটার নিবন্ধন করতে আসেন বলে স্বীকার করেন। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়।”
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, “তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন বাদী হয়ে রাতে একটি মামলা করেছেন।”
তিনি জানান, স্থানীয় দুই যুবক জাল জন্মসনদ ও অন্যান্য কাগজপত্র তৈরি এবং শনাক্তকারী হিসেবে ওই রোহিঙ্গা যুবককে সহায়তা করেন।