প্রশিক্ষণে বরগুনার ১০ শিশু সাংবাদিক অংশ নেয়।
Published : 28 Jan 2023, 05:23 PM
বরগুনায় শিশু সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনার উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী।
ইউনিসেফের সহযোগিতায় হ্যালো ডট বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
এতে শুভেচ্ছা বক্তব্য দেন বিডিনিউজ-এর বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামাল।
কর্মশালা পরিচালনা করেন সাংবাদিক আফরিন নাহার মিম। প্রশিক্ষণে বরগুনার ১০ শিশু সাংবাদিক অংশ নেয়।
ক্ষুদে সাংবাদিকদের উদ্দেশে কর্মশালার উদ্বোধক মেহেরুন নাহার বলেন, “প্রশিক্ষণ নিয়ে তোমরা শিশুদের অধিকার, সমস্যা, সম্ভাবনা ও বঞ্ছনার কথা তুলে ধরবে। তোমাদের মধ্যে যে প্রতিভা আছে, তার বিকাশ ও শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে হবে।”
এ সময় তিনি কর্মশালার আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরেক অতিথি জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার।
ক্ষুদে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, “প্রশিক্ষণ পেয়ে তোমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে।”
প্রশিক্ষণ চলাকালে রিকশা চালক, পেয়ারা বিক্রেতা, চা ও সিঙ্গারা বিক্রেতা শিশুদের নিয়ে ভিডিও প্রতিবেদন তৈরি করা হয়।