হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ গবাদি পশু, ১৫ ঘর ভস্মীভূত

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের।

হবিগঞ্জ প্রতিনিধি
Published : 25 May 2023, 11:18 AM
Updated : 25 May 2023, 11:18 AM

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি ঘর ও ১০টি গবাদিপশু ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর নয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাজেদুর রহমান জানান।

আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

সাজেদুর রহমান জানান, ভোরে নয়াহাটি গ্রামের এক বাড়িতে আগুন লাগে। আগুন দ্রুত আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন নেভানোর আগেই ১৫টি বসতঘর, ১০টি গবাদিপশু ও দুই হাজার মণ ধানসহ ঘরের মালামাল ছাই হয়ে যায়।

আগুনে জগৎজোতি দাশ, জগদীশ চন্দ্র দাশ, রনবীর চন্দ্র দাশ, রতন চন্দ্র দাশ, নিগন দাশ, লিটন কুমার দাশ, ইন্দ্রমনি দাশ, কলাবাত দাশ, সন্তোষ দাশ, প্রেমতোষ দাশ, কাজল দাশের বসতঘরসহ অন্তত ১৫টি ঘর ছাই হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা সাজেদুর।