আহতদের প্রাথমিক চিকিৎসা ও টিকা দেওয়া হয়েছে বলে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান।
Published : 02 Dec 2024, 05:30 PM
রাজবাড়ী পাংশা উপজেলায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আটজন আহত হয়েছেন।
তাদের প্রাথমিক চিকিৎসাসহ টিকা দেওয়া হয়েছে বলে জানান পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার মো. কুতুবউদ্দিন।
সোমবার সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর ও শরিষা ইউনিয়নের রূপিয়াট এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
আহতরা হলেন- বকুল মিয়া (৮০), কাশেম আলী (৫৩), সুজন (১১), মারিয়া (০৪), ফাহমিদা (১২), জান্নাত (১০), অমর ওসমান (২৭), স্বাধীন (২৩)।
আহতদের স্বজনদের বরাতে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. তিতুমীর বিশ্বাস বলেন, “ভোর থেকে একটি কুকুর মানুষ সামনে পেলেই কামড়াতে শুরু করে।
“শরিষা ইউনিয়নের রুপিয়াট এলাকা থেকে শুরু করে বাবুপাড়া ইউনিয়নের সুজানগর এলাকা পর্যন্ত নারী, শিশুসহ সাতজনকে আক্রমন করে কুকুরটি।
“পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।”