ঘটনা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক।
Published : 15 Feb 2025, 11:11 PM
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার বিকালে উপজেলার চন্ডিপাশা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয় নেতারা বলেন, গত ৩০ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে পাকুন্দিয়া উপজেলার নয়টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
মো. বদরুল আলমকে আহ্বায়ক করে চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের কমিটিও ঘোষণা করা হয় ওই দিন।
শনিবার বিকালে পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৩ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা ডাকে ইউনিয়ন বিএনপি।
সভা চলাকালে ওয়ার্ডের দুই সভাপতি প্রার্থীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। চেয়ার দিয়ে এক পক্ষ অন্য পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে দুপক্ষের ১৫ জন নেতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন বলেন, “আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
পাকুন্দিয়ার থানায় ওসি সাখাওয়াত হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।”