বান্দরবানে এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও এক স্কুল ছাত্রী।
Published : 08 Jul 2024, 09:18 PM
বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের আট দিন পর এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে; নিখোঁজ রয়েছে আরও এক ছাত্রী।
সোমবার বিকালে উপজেলার বলিপাড়া ইউনিয়নে নদীর শিলাঝিরি মুখ এলাকার একটি ঝোপ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে থানচি থানা ওসি জসিম উদ্দিন জানান।
নিহত শান্তি রানি ত্রিপুরা (১০) ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিশ চন্দ্র পাড়া এলাকার মুতিজন ত্রিপুরার মেয়ে। নিখোঁজ রয়েছে একই এলাকার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে ফুলবাণী ত্রিপুরা (৯)।
শান্তি রানি রুনাদন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ও ফুলবাণী তৃতীয় শ্রেণিতে পড়ত। বিদ্যালয় ছুটি শেষে তারা হোস্টেলে ফিরছিল বলে জানান স্বজনরা।
তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ভাগ্য চন্দ্র ত্রিপুরা বলেন, ১ জুলাই সকালে পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরির হরিশ চন্দ্রপাড়া থেকে পাঁচ থেকে ছয়জনের সঙ্গে নৌকায় করে শান্তি রানি ও ফুলবাণী বিদ্যালয়ে যাচ্ছিল। পথে প্রবল স্রোতে সাঙ্গু নদীতে নৌকাটি ডুবে যায়।
নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও শান্তি রানি ও ফুলবাণী নদীতে তলিয়ে নিখোঁজ হন বলে জানান তিনি।
নিখোঁজের আট দিন পর ঘটনাস্থল থেকে ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে শান্তি রানির লাশ পাওয়া যায় বলে জানান ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র।
নৌকাডুবির ঘটনার পর কয়েকদিন টানা বৃষ্টি ও নদীতে স্রোতের কারণে লাশ ভেসে গেছে বলে ধারণা ইউপি চেয়ারম্যানের।
আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জসিম উদ্দিন জানান।
আরও পড়ুন:
বান্দরবানে স্কুলে যাওয়ার পথে ডুবল নৌকা, ২ ছাত্রী নিখোঁজ