নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
Published : 27 Oct 2023, 05:09 PM
সাতক্ষীরার আশাশুনি সড়কে বাসের ধাক্কায় বাইক আরোহী দুই যুবক নিহত হয়েছেন; যারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
শুক্রবার দুপুরে সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহর ইউনিয়নের কালেরডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে বলে জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান।
নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের শেখ আরেফিন হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন এবং খুলনার বয়রা এলাকার নাফিস হোসেনের ছেলে মাহিম হোসেন। তারা দুজনই ২২ বছর বয়সি।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা রানা বলেন, আশাশুনির ত্রিমোহনী থেকে ছেড়ে আসা সাদি-হাদি পরিবহণের একটি বাস (খুলনা ব-৮৫২) কালেরডাঙ্গা মোড়ে মোয়াজ্জেমদের বাইকটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তারা বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে সেখানে দুই ভাই মারা যান।
এলাকাবাসীর খবরে পুলিশ বাসটি জব্দ করলেও এর চালক পালিয়েছেন।
সড়কে দুই ভাইয়ের প্রাণহানির কথা শুনলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি সাতক্ষীরা সদর থানায় পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম।