এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানি চক্রটি পালিয়ে যায়।
Published : 17 Aug 2024, 11:41 PM
সাতক্ষীরার কলারোয়া উপজেলা সীমান্ত এলএসডি মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
শনিবার বিকালে উপজেলার চান্দুড়িয়া সীমান্তের কাঁদপুর এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয় বলে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক বিবৃতিতে জানান।
বিবৃতিতে বলা হয়, ভারত থেকে অবৈধ পথে এলএসডির (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানি চক্রটি পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা যায়নি। পরে সেখান থেকে তাদের ফেলে যাওয়া এলএসডি মাদক উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় তিন কোটি ৬০ লাখ টাকা।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।