Published : 30 Apr 2025, 04:48 PM
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড় শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত মাত্রায় হর্ন বাজানোর অভিযোগ ছয় ট্রাক চালককে জরিমানা করা হয়েছে।
বুধবার পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের সামনে এ আদালত পরিচালনা করা হয় বলে জানান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. তাহমিদুর রহমান।
অভিযানে ছয় ট্রাক চালককে ৫০০ টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানার পাশাপাশি ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম তাহমিদুর রহমান ও মোহাম্মদ আসিফ আলী।
পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানে জেলা পুলিশের একদল সদস্য সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার সাঁটানো হয়।