কভার্ড ভ্যান চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Published : 19 Feb 2024, 11:44 AM
টাঙ্গাইল সদরে অভিযান চালিয়ে ১০ টন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে কভার্ডভ্যান চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম মোছা. সুলতানা রাজিয়া।
তিনি বলেন, “আমাদের কাছে তথ্য ছিল একটি কভার্ড ভ্যানে করে প্রায় ১০ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছে। পরে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে প্রায় ১০ টন পলিথিন জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা।
“ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাড়ি চালককে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে ছয় মাসের জেল দেওয়া হয়। পরে জরিমানার অর্থ পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।”
এ সময় টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ ও তুহিন আলমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৩ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]