৩৫ কেজি গাঁজা নিয়ে প্রাইভেটকার যাচ্ছিল বরিশালে, আটক ২

আটকদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2023, 08:38 AM
Updated : 5 Feb 2023, 08:38 AM

বরিশালের উজিরপুর উপজেলায় প্রাইভেটকার থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে; এ সময় আটক করা হয়েছে দুজনকে।

রোববার ভোর ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার ইচলাদি টোল প্লাজা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান।

আটককৃতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর থানার সালদহপাড়া এলাকার প্রাইভেটকার চালক খোরশেদ আলম (২৪) এবং বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরফুল গ্রামের মনির বেপারী (৪৮)।

এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজায় অভিযান চালিয়ে প্রাইভেটকারটি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।”

সহকারী পরিচালক আরও বলেন, গাঁজা গাজীপুরের মাওনা থেকে বরিশালে নেওয়া হচ্ছিল। তবে আটককৃতরা গাঁজা সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন।

“খোরশেদ দাবি করেছেন, প্রাইভেটকারটির মালিক কে তা তিনি জানেন না। পরিচিত একজন তাকে প্রাইভেটকার চালিয়ে বরিশাল যেতে বলেছে। মনিরের দাবি, তাকে খোরশেদ নিয়ে এসেছে।”

আটককৃতদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমাণ্ডের আবেদন করা হবে বলে জানান এনায়েত।