পিরোজপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর

বছরে একবার পূজা হয় বলে এ মন্দিরের কোনো স্থায়ী পুরোহিত বা সেবাইত নেই।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2022, 11:34 AM
Updated : 6 August 2022, 11:34 AM

পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি মন্দিরের কালী ও শীতলা প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোলাবুনিয়া সার্বজনীন কালী ও শীতলা মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুরের অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান।

নাজিরপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তিমির হালদার জানান, বছরে একবার পূজা হয় বলে এ মন্দিরের কোনো স্থায়ী পুরোহিত বা সেবাইত নেই। সকালে স্থানীয়রা কালী ও শীতলা প্রতিমা ভেঙে মন্দিরের ভিতরেই ফেলে রাখতে দেখে। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে যান।

“সাম্প্রদায়িক সমস্যা তৈরি জন্যই একটি চক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”

এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানান তিমির।

অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উত্তর হোলাবুনিয়া সার্বজনীন কালী ও শীতলা মন্দিরের নতুন প্রতিমা স্থাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া নিরাপত্তার জন্য মন্দিরের অবকাঠামো উন্নয়ন ও সিসি টিভি ক্যামেরা লাগানো হবে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

এর আগে, ১ আগস্ট পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া এলাকায় একটি শীতলা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে এবং চারজন তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।