দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Published : 14 Jan 2025, 01:13 AM
যশোরের অভয়নগর উপজেলায় অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে দুই সার ব্যবসায়ী দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় উপজেলার চেংগুটিয়া বাজারে এ আদালত পরিচালনা করেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক।
অভয়নগর থানার এসআই আশিকুর রহমান বলেন, গোপন খবর পেয়ে সন্ধ্যায় ওই বাজারের মেসার্স মোসলেম এন্টারপ্রাইজ ও নিউ মোল্লা এন্টারপ্রাইজের দোকান ও গোডাউনে তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মোসলেম এন্টারপ্রাইজের গুদামে ডিএপি ৬৬ বস্তা, এমওপি ২৫২ বস্তা, টিএসপি ৮৩ বস্তা ও ইউরিয়া ২০ বস্তা এবং মোল্লা এন্টারপ্রাইজের গুদামে ইউরিয়া ৮০ বস্তা, টিএসপি ৬৫ বস্তা, ডিএপি ৫৩ বস্তা ও এমওপি ৫২ বস্তা সার জব্দ করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, বাজারে সংকট সৃষ্টির লক্ষে ওই দুই ব্যবসায়ী অবৈধভাবে এসব সার মজুদ করেছিলেন।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোসলেম এন্টারপ্রাইজের মালিক মোসলেম সরদারকে এক লাখ এবং মোল্লা এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান এসআই আশিকুর।
এ ছাড়া ওই দুই ব্যবসায়ীর গুদাম সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল ফারুক।
এ সময় অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।